Resources created in Bengali by Assam STF teachers

From Open Educational Resources
Jump to navigation Jump to search

Libre Office Writer Bengali (টেক্সট এডিটিং) পাঠ্য্ বদলানো

  1. এই অধিবেশনে আমরা টেক্সট বদলানো এবং গঠ্ন করা শিখবো | যদি তুমি বন্ধুকে চিটি, গ্ল্প বা স্কুলের কাজ কম্পুটারে লিখতে চাও তুমি কি করবে তুমি কি লিখবে ? একটি সফ্টওয়ার এপ্লিকেশন টেক্সট এডিটিং এই কাজটা করবে | এই টেক্সট এডিটিং একটি সফ্টওয়ার যা টেক্সট গঠন করতে কাজে লাগে | বদলানো এবং গঠ্ন করা ছাড়া তুমি ছবি এবং লিং যোগ করতে পারবে |লিব্রে অফিস রাইটার, এম এস অফিস , ওপেন অফিস. ওআরজি রাইটার, ওয়েব বেইসড্ টেক্সট রাইটিং কিছু জনপ্রিয় টেক্স্ট এডিটিং | এই অধিবেশনে তুমি শিখবে উবুন্তুতে লিব্রে অফিস রাইটার ব্যবহার করা | লিব্রে অফিস কাজ করে উবুন্তু জিএনইউ/ লিনাক্স মেক এবং উইন্ডো ওপারেটিং সিস্টেমে | লিব্রে অফিস একটি পাবলিক সফ্টওয়ার এবং মুক্ত ভাবে লাইসেন্স ছাড়া বা লাইসেন্স ফি ছাড়াও ব্যবহারকরতে পারি | এই স্ফ্টওয়ারটি মালিকানাসত্ত থাকা এম এস ওয়ার্ডের মত | তুমি যদি লিব্রে অফিস রাইটার শিখো তাহলে তুমি এম এস ওয়ার্ডেও কাজ করতে পারবে | ইন্টারনেট থেকে নেওয়া একটি বর্ণনাকারী প্রবন্ধের অনুচ্ছেদ টাইপ করো | ছবিতে দেখানো মতে ফাইল সেভ্ করতে হলে ফাইল মেনুতে গিয়ে সেভ্ ক্লিক করুন |

টেক্স্ট এ পরিবর্তন আনা

  1. ইনসারটিং, ডিলিটিং , সিলেক্টটিং করে সহজে টেক্সট নথিতে পরিবর্তন আনা যায় | এই পদ্ধতি চিন্তাধারার প্রতিফলন এবং সংশোধনকে সমর্থন করে | ডিজিটেল টেক্সট নথিকে পরিবর্তন এই কাজ অতি সহজেই করা যায় | এতএব তুমি তোমার কাজ ডিজিটেল ফরমেটে রাখতে পারো | অনেকগুলি চিন্তা সংশোধন করে বদলাতেও পারি যার দ্বারা লিখার গুনগত মান ভালো করতে পারি | অভ্যাস করে তোমার কাজগুলি জমা দেওয়ার সময় অনেকবার পুনরালোচনা করতে হবে |
  2. টেক্সট অনুলিপি করা
  3. তুমি যা অনুলিপি করতে চাও সেটা নির্বাচন কর এবং এডিট মেনুতে গিয়ে কপিকে নির্বাচন কর | কপি বোতামে টিপা মেরে বা কিবোর্ডের কন্টোল সি ব্যবহার করেও তা তুমি করতে পারো |

কাটিং টেক্সট

  1. তুমি যা কাট্ করতে চাও সেটা নির্বাচন কর এবং এডিট মেনুতে গিয়ে কাটকে নির্বাচন কর | কাট্ বোতামে টিপা মেরে বা কিবোর্ডের কন্টোল এক্স ব্যবহার করেও তা তুমি করতে পারো |

পেস্টিং টেক্সট

  1. তুমি যা পেস্ট করতে চাও সেটা নির্বাচন কর এবং এডিট মেনুতে গিয়ে পেস্টকে নির্বাচন কর | পেস্ট বোতামে টিপা মেরে বা কিবোর্ডের কন্টোল ভি ব্যবহার করেও তা তুমি করতে পারো |

কপিপেস্টিং হচ্ছে ডিজিটেল দ্স্তাবেজের সম্ভবঅতঃ একটি শক্তিশলী (বা বলশালী)বৈশিষ্ট | ডিজিটেল সবকিছুরই প্রতিলিপি এবং পুনরাবৃত্তি করা যায় প্রায়্ বিনাখরচে এবং অতি সহজে যাহা মানুষকে তথ্য জগতে প্রবেশ এবং বিজরিত করার জন্য গুরুত্বপূর্ণ |অসীম সংখ্যক প্রতিলিপি তৈরী এবং আডান প্রদান করা যায় | এই বৈশিষ্ট নিজের জ্ঞানের উপর আস্থা রাখতে সাহায্য করে | তথাপি ইহা মূল পাঠের চুরির জন্য অপব্যবহার হয় | এখন থেকে যখনই কপিপেস্ট করবেন তখন তার উৎপত্তি সম্মন্ধে নিশ্চিত হবেন | গ্রন্থকার স্বত্ব,গ্রন্থাদির স্বত্ব এবং আনুসাংগিক তথ্যের জন্য http:/karnatakaeducation.org.in/KOER/en/index.php/Understanding copyright ব্যবহার করুন |

টেক্সট্ কার্য্যপ্রণালী

  1. দস্তাবেজের যেকোন জায়গায় টেক্সট সন্নিবিষ্ট করার অনুমতি দেয় |
  2. শব্দ ,রেখা অথবা পৃষ্ঠা মুছে ফেলার অনুমতি দেয় |
  3. টেক্সট এর কোন অংশ একজায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় সন্নিবিষ্ট করার অনুমতি দেয় |
  4. টেক্সট এর কোন অংশের প্রতিলিপি তৈরীতে অনুমতি দেয় |
  5. পৃষ্ঠা এবং পৃষ্ঠার অমুদ্রিত প্রান্তের বিভিন্ন আকার দিতে এবং স্বয়ংক্রিয়ভাবে টেক্সটকে সাজিয়ে দিতে অনুমতি দেয় |
  6. কোন শব্দ বা প্রবচন খুজতে অনুমতি দেয় |
  7. একটি লাইন টেক্সট এ সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে অন্য লাইনে চলে যায় |
  8. একটি দস্তাবেজ্ মুদ্রণকারীতে মুদ্রণের জন্য পঠানোর অনুমতি দেয় |
  9. অক্ষর বা সংকেতকে বিভিন্ন আকারে প্রকাশ করতে (গাড় করতে ,বাকাভাবে লিখতে ,নীচেরেখাদিতে ইত্যাদি ) অনুমতি দেয় |
  10. টেক্সট এর আকার ছোট এবং বড় করতে সাহায্য করে |
  11. ছবি এবং লেখ দস্তাবেজে সন্নিবিস্ট করতে অনুমতি দেয় |
  12. পৃষ্ঠা দেখতে কিরূপ হবে , পৃষ্ঠার্ আকার কি হবে , অমুদ্রিত প্রান্ত ঠিক করার অনুমতি দেয় |