Anonymous

Changes

From Open Educational Resources
7,088 bytes added ,  10:20, 5 February 2016
Line 8: Line 8:     
==Libre Office Writer==
 
==Libre Office Writer==
 +
 +
==Libre Office Writer Assamese===
 +
 +
==Libre Office Writer Bengali==
 +
(টেক্স্ট এডিটিং) পাঠ্য্ বদলানো
 +
#এই অধিবেশনে আমরা পাঠ্য্ বদলানো এবং গঠ্ন করা শিখবো | যদি তুমি বন্ধুকে চিটি, গ্ল্প বা স্কুলের কাজ কম্পুটারে লিখতে চাও তুমি কি করবে তুমি কি লিখবে ? একটি সফ্টওয়ার এপ্লিকেশন টেক্স্ট এডিটিং এই কাজটা করবে |
 +
#এই টেক্স্ট এডিটিং একটি  সফ্টওয়ার যা  টেক্স্ট গঠন করতে কাজে লাগে | বদলানো এবং গঠ্ন করা ছাড়া তুমি ছবি এবং লিং যোগ করতে পারবে |
 +
লিব্রে অফিস রাইটার, এম এস অফিস , ওপেন অফিস. ওআরজি  রাইটার,  ওয়েব বেইসড্  টেক্স্ট  রাইটিং কিছু জনপ্রিয় টেক্স্ট এডিটিং | এই অধিবেশনে তুমি শিখবে উবুন্তুতে লিব্রে অফিস রাইটার ব্যবহার করা | লিব্রে অফিস কাজ করে উবুন্তু জিএনইউ/ লিনাক্স মেক এবং উইন্ডো ওপারেটিং সিস্টেমে | লিব্রে  অফিস একটি পাবলিক  সফ্টওয়ার এবং মুক্ত ভাবে লাইসেন্স ছাড়া বা লাইসেন্স ফি  ছাড়াও ব্যবহারকরতে পারি  | এই স্ফ্টওয়ারটি মালিকানা সত্ত  থাকা এম এস ওয়ার্ডের মত |  তুমি যদি লিব্রে অফিস রাইটার শিখো তাহলে তুমি এম এস ওয়ার্ডেও কাজ করতে পারবে |
 +
ইন্টারনেট থেকে নেওয়া একটি বর্ণনাকারী প্রবন্ধের অনুচ্ছেদ টাইপ করো | ছবিতে দেখানো মতে ফাইল সেভ্ করতে হলে  ফাইল মেনুতে গিয়ে সেভ্ ক্লিক করুন |
 +
টেক্স্ট এ পরিবর্তন আনা
 +
#ইনসারটিং, ডিলিটিং , সিলেক্টটিং করে সহজে টেক্স্ট নথিতে পরিবর্তন আনা যায় |  এই পদ্ধতি চিন্তাধারার প্রতিফলন এবং সংশোধনকে সমর্থন করে | ডিজিটেল টেক্স্ট নথিকে  পরিবর্তন এই কাজ অতি সহজেই করা যায় | এতএব তুমি তোমার কাজ ডিজিটেল ফরমেটে রাখতে পারো |
 +
#কপিপেস্টিং হচ্ছে ডিজিটেল দ্স্তাবেজের সম্ভবঅতঃ একটি শক্তিশলী (বা বলশালী)বৈশিষ্ট | ডিজিটেল সবকিছুরই প্রতিলিপি এবং পুনরাবৃত্তি করা যায় প্রায়্ বিনাখরচে এবং অতি সহজে যাহা মানুষকে তথ্য জগতে প্রবেশ এবং বিজরিত করার জন্য গুরুত্বপূর্ণ |অসীম সংখ্যক প্রতিলিপি তৈরী এবং আডান প্রদান করা যায় | এই বৈশিষ্ট নিজের জ্ঞানের উপর আস্থা রাখতে সাহায্য করে | তথাপি ইহা মূল পাঠের চুরির জন্য অপব্যবহার হয় | এখন থেকে যখনই কপিপেস্ট করবেন তখন তার উৎপত্তি সম্মন্ধে নিশ্চিত হবেন | গ্রন্থকার স্বত্ব,গ্রন্থাদির স্বত্ব এবং আনুসাংগিক তথ্যের জন্য    http:/karnatakaeducation.org.in/KOER/en/index.php/Understanding copyright  ব্যবহার করুন |
 +
#টেক্সট্ কার্য্যপ্রণালী
 +
#দস্তাবেজের যেকোন জায়গায় টেক্সট সন্নিবিষ্ট করার অনুমতি দেয় |
 +
#শব্দ ,রেখা অথবা পৃষ্ঠা মুছে ফেলার অনুমতি দেয় |
 +
#টেক্সট এর কোন অংশ একজায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় সন্নিবিষ্ট করার অনুমতি দেয় |
 +
#টেক্সট  এর কোন অংশের প্রতিলিপি তৈরীতে অনুমতি দেয় |
 +
#পৃষ্ঠা এবং পৃষ্ঠার অমুদ্রিত প্রান্তের বিভিন্ন আকার দিতে এবং স্বয়ংক্রিয়ভাবে টেক্সটকে সাজিয়ে দিতে অনুমতি দেয় |
 +
#কোন শব্দ বা প্রবচন খুজতে অনুমতি দেয় |
 +
#একটি লাইন টেক্সট এ সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে অন্য লাইনে চলে যায় |
 +
#একটি দস্তাবেজ্ মুদ্রণকারীতে মুদ্রণের জন্য পঠানোর অনুমতি দেয় |
 +
#অক্ষর বা সংকেতকে বিভিন্ন আকারে প্রকাশ করতে (গাড় করতে ,বাকাভাবে লিখতে ,নীচেরেখাদিতে ইত্যাদি ) অনুমতি দেয় |
 +
#টেক্সট এর আকার ছোট এবং বড় করতে সাহায্য করে |
 +
#ছবি এবং লেখ দস্তাবেজে সন্নিবিস্ট করতে অনুমতি দেয় |
 +
#পৃষ্ঠা দেখতে কিরূপ হবে , পৃষ্ঠার্ আকার কি হবে , অমুদ্রিত প্রান্ত ঠিক করার অনুমতি দেয় |
    
==Geogebra==
 
==Geogebra==